বন্যাকবলিতদের মধ্যে খাদ্য প্যাক বিতরণ
ফুড প্যাক বিতরণ
প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার বিতরণ

আমাদের সম্পর্কে
আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ, এ দেশের একটি মানবিক দাতব্য সংস্থা। সংস্থাটি ১৪১৮ হিজরি মোতাবেক ১৯৯৭ সনে বাংলাদেশের শীর্ষস্থানীয় বরেণ্য আলেমে দ্বীন, কুতুবুল আলম আল্লামা শাহ জমির উদ্দিন বিন আবদুল গফুর নানুপুরী রহ. এর বরকতময় হাত ধরে প্রতিষ্ঠা লাভ করে। এটি প্রতিষ্ঠার পেছনে তাঁর উদ্দেশ্য ছিল, মানবসেবা, সমাজ উন্নয়নমূলক কাজ, অসহায় সুবিধাবঞ্চিতদের সহায়তা, সমাজ সংস্কার ও দ্বীনহীন সমাজে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা।
আমাদের কাজ
“দান পাপকে নিভিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়।”

এতিম স্পন্সর
(এতিমদের সহায়তাকারীদের জন্য রয়েছে জান্নাতে রাসুলুল্লাহ সা. -এর পাশাপাশি অবস্থানের সুসংবাদ)